Govt Orders

WBBPE 2nd Phase Counselling: ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

দ্বিতীয় পর্যায়ের রাজ্য স্তরের কাউন্সিলিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের স্টেট কাউন্সেলিং (WBBPE 2nd Phase Counselling) যাদের হয়ে গেছে তাদের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে।

বিজ্ঞপ্তির সারাংশ:

বিজ্ঞপ্তি নং:280/WBBPE/2024
প্রকাশের তারিখ:05/03/2024
প্রকাশক:পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ
বিষয়:দ্বিতীয় পর্যায়ের স্টেট কাউন্সেলিং এর পর ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ের নির্দেশিকা

বিজ্ঞপ্তির বিষয়বস্তু:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭/০২/২০২৪ তারিখের মেমো নো 2016/WBBPE/2024 অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের রাজ্য স্তরের কাউন্সিলিং ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে তাদের লিস্ট সংশ্লিষ্ট জেলা অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই সমস্ত প্রার্থীরা অবিলম্বে সংশ্লিষ্ট জেলা অফিসে (DPSC) যেন যোগাযোগ করে নেয়। নিয়োগ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গুলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সেলিং থেকেই গ্রহণ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ৯৫৩৩ জন পদে নিয়োগ হতে চলেছেন। এই প্রার্থীদের মধ্যে অধিকাংশই বিদ্যালয়ে যোগদান করেছেন। রাজ্যস্তরের প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ের প্রার্থীরাও অনেকেই যোগদান করেছেন। দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং এর পর আরো কিছু প্রার্থী যোগদান করতে চলেছেন।

নিচের লিংকে ক্লিক করে অফিসিকাল নোটিস টি ডাউনলোড করে নিন :

REGARDING THE DISTRICT WISE PANELS (MEDIUM-WISE AND CATEGORY-WISE) BASED ON 2ND PHASE OF STATE LEVEL COUNSELLING HELD ON 29.02.2024.

Back to top button