Income Tax

ITR File: ITR ফাইল না করায় হল জেল, যারা গাফিলতি করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর

ওই মহিলার ২ লক্ষ টাকা TDS কাটা হয়। তাও তিনি আইটিআর ফাইল করেন নি।

ITR File আয়কর রিটার্ন: ভারতের একজন দায়িত্ববান নাগরিক হিসাবে ২.৫ লক্ষ টাকা ইনকামের উপরের সকল ব্যক্তিকেই প্রত্যেক আর্থিক বছরে ITR (Income Tax Return) ফাইল করা প্রয়োজন। ২০২৩-২৪ আর্থিক বছর শেষের পথে এর পর এই আর্থিক বছরের জন্য ITR ফাইল করা শুরু হবে। গত আর্থিক বছরের জন্য শেষ দিন ছিল ৩১ জুলাই। গত আর্থিক বছরে রেকর্ড সংখ্যক করদাতা ITR file করেছিলেন।

তবে অনেকেই আছেন Income Tax Return (ITR) ফাইল করতে গাফিলতি করেন। নির্ধারিত দিন শেষ হওয়ার পরেও তারা ITR ফাইল করেন না। আর এই গাফিলতির ফল ভুগতে হয় পরবর্তী সময়। এমনই এক ঘটনা সম্প্রতি ঘটল দিল্লির এক মহিলার ক্ষেত্রে। ITR ফাইল না করার জন্য তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হল।

দিল্লির বাসিন্দা ওই মহিলা তার ২ কোটি টাকা আয়ের উপর আয়কর রিটার্ন (ITR) ফাইল করেন নি। তাই আয়কর দপ্তরের অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দিল। আয়কর দপ্তরের অভিযোগ, ওই মহিলা ২০১৩-১৪ আর্থিক বছরে ২ কোটি টাকা আয় করেছিলেন। তার মধ্যে ২ লক্ষ টাকা TDS কেটেও নেওয়া হয়। তা সত্ত্বেও তিনি ২০১৪-১৫ এসেসমেন্ট বছরের জন্য ITR file (আয়কর রিটার্ন দাখিল) করেন নি।

একই সঙ্গে ওই মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে আরো এক মাস অতিরিক্ত জেল হেফাজতে থাকতে হবে ওই মহিলাকে। এমনটাই আদেশ দিয়েছে আদালত। তবে ওই মহিলার আইনজবীর দাবি, তিনি একজন নিরক্ষর বিধবা। তাকে সাহায্য করার কেউ নাই। শুনানির শেষে আদালত ওই মহিলাকে ৩০ দিনের জামিন দিয়েছে।

আদালত রায়ে লিখেছে, আয়কর রিটার্ন দাখিল না করার জন্য অভিযুক্ত মহিলাকে ২০১৪-১৫ সালের ২৭৬ সিসি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই ধারায় অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। আয়কর বিভাগ মানুষকে তাদের উপার্জন সম্পর্কে অবহিত রাখতে এবং তাদের উপার্জনের উপর কর প্রদান করার জন্য আয়কর রিটার্ন দাখিল করার পরামর্শ দেয়। সাধারণত আয়কর রিটার্ন দাখিলের (ITR File) শেষ তারিখ ৩১ জুলাই হয়ে থাকে।

Back to top button